সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:-ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মিনি পিক-আপ ভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ মো. নয়ন (৪৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন বলে জানা যায় ।
বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৫ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন কাঁচপুর হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ।
নিহত যুবক নেত্রকোনার পূর্বধলা এলাকার বাসিন্দা। আহতরা হলেন- আজিজুল ইসলাম (৬৫) মাসুম বিল্লা (২৮),ফজলুল (৪০), সজীব (৩০), আকবর (৫০),হৃদয় (২৫) লুকেট (২৫), রুবেল (২৫), তানভীর (২৪) আমিনুল ইসলাম (২৬)।
প্রত্যক্ষদর্শী ও হাইওয়ে পুলিশ সুত্রে জানা গেছে, সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া ইউনিয়নের রতনদী এলাকায় দ্রুত গতির একটি মিনি পিকআপ ভ্যান পারাপারের সময়ে উল্টো পথে আসা একটি অটো-রিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয় এবং অটোতে থাকা যাত্রী এবং ঘটনাস্থলে থাকা পথচারীসহ ১০ জন গুরতর আহত হয়। পরবর্তীতে নিহত ও আহতদের স্থানীয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।
এ বিষয়ে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শারমিন আহমেদ তিথি জানান, আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে মোট ১১ জন রোগী আনা হয়েছিল। যার মধ্যে একজন মৃত ছিল। বাকি ১০জন আহতদের মধ্যকার ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়া তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে রেফার্ড করা হয়। অপর ৬ জনের মধ্যে ৪ জন চিকিৎসা সেবা নিয়ে চলে গেলেও দুজন আমাদের এখানে চিকিৎসাধীন রয়েছে।
কাঁচপুর হাইওয়ে থানার (ওসি) কাজী ওয়াহিদ মোর্শেদ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পরই পিকআপ ভ্যানের চালক পালিয়েছেন। এ ঘটনায় পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন