একেএম আজাদঃ-মিথ্যা মামলার প্রতিবাদ ও বিআরটিসি কাউন্টারের বৈধ ইজারাদার এহসান উদ্দিন সাগর'র সংবাদ সম্মেলন
২৭ জানুয়ারী সোমবার বিকেল ৫টায় বন্দর বাজারস্থ কে কে টাওয়ারে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে এহসান উদ্দিন সাগর বলেন, আমি মুক্তারপুর টু ঢাকা রুটে বিআরটিসি এসি বাসের বৈধ ইজারাদার। ৫ লাখ টাকা জামানত দিয়ে এই লাইনের টিকিট বিক্রির ইজারাদার হিসেবে পারমিশন এনেছি। আমার নিকট সকল বৈধ কাগজপত্র আছে। সুনামের সাথে বিআরটিসি এসি বাস সার্ভিস আমি পরিচালনা করে আসছি। যেখানে আমি এই লাইনের মালিক সেখানে আমার লাইনের কাউন্টারে আমি ভাংচুর করতে যাবো কেন! আমি লুটপাট করতে যাবো কেন? একটি কুচক্রীমহল আমার লাইনটাকে দখলে নেয়ার পাঁয়তারা চালাচ্ছে। আমার বিরুদ্ধে মিথ্যা নাটক সাজিয়ে আমাকে ফাঁসাতে চাইছে। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে।সাংবাদিক ভাইদের প্রতি আমার অনুরোধ রইল দয়া করে সত্য তথ্য যাচাই বাছাই করে তারপর নিউজ করবেন তাতে প্রকৃত ক্ষতিগ্রস্থরা বিচার পাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন