চাঁদাবাজি ও আওয়ামী লীগের আগ্রাসন রোধে রূপগঞ্জে মানববন্ধন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫

চাঁদাবাজি ও আওয়ামী লীগের আগ্রাসন রোধে রূপগঞ্জে মানববন্ধন


নিউজ ডেক্সঃ-সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীসহ তার অনুসারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন করে বিক্ষোভ করেছে এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ীরা। সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে রূপগঞ্জে ভুলতা কাঁচাবাজার আড়ৎ এর সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এসময় ক্ষুব্ধ এলাকাবাসী সাবেক মন্ত্রী গাজীর ও তার অনুসারীদের ছবিতে জুতার মালা পড়িয়ে বিক্ষোভ করেন।

মানববন্ধনে তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সারা দেশের ন্যায় রূপগঞ্জ উপজেলায় অনেকে হতাহত হয়েছে। সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী ও তার আওয়ামীলীগের সন্ত্রাসীদের গুলিতে নিহত হওয়া লোকের পরিবারের কান্না থামছে না। আন্দোলনে কেউ ভাই হারিয়েছে, কেউ সন্তান হারিয়েছে। এছাড়াও অনেকে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এই খুনি সন্ত্রাসীদের এই বাংলার মাটিতে বিচার অবশ্যই হতে হবে। সাবেক মন্ত্রী গাজীসহ তার দোসরদের ফাঁসি দিয়ে যথাযথ বিচারের দাবি জানাই। রূপগঞ্জ উপজেলার ভুলতা সাওঘাট এলাকায় বিসমিল্লাহ আড়ৎ নামে একটি কাঁচা বাজারের আড়ৎ সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর ও তার অনুসারীরা দখল করেছে। বিগত আওয়ামী লীগ শাসন আমলে ক্ষমতার অপব্যবহার করে বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর নির্দেশে তার অনুসারী ডা. মজিবুর মিয়া আড়ৎটি দখল করে প্রতি মাসে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে। ভুয়া চুক্তিনামা বানিয়ে আড়তের প্রকৃত মালিক সেলিম মিয়াকে ভাড়ার টাকা নিতে দফায় দফায় বাধা দিয়েছে। এভাবে সমগ্র রূপগঞ্জে সাবেক মন্ত্রী গাজীর নির্দেশে তার লোকজন ও সন্ত্রাসীরা দখলদারিত্ব করে মানুষের উপর নির্মম নির্যাতন চালিয়েছে। আমরা এই সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।


মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা বাবু, রূপগঞ্জ থানা ছাত্রদল নেতা ইয়াকুব মিয়া, গোলাকান্দাইল ইউনিয়ন ছাত্রদল নেতা জাহিদ হাসান সাকিব সহ শতাধিক এলাকাবাসী ও স্থানীয় ব্যবসায়ী উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭