মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সোনারাগাঁ থানা পুলিশের চৌকস অফিসার এস আই আল ইসলামের দূদান্ত অভিযানে আবারও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার ।
শুক্রবার (৬ ডিসেম্বর) বিকেলে থানা সুত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।
আটককৃতরা হলেন, ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ হাসনাবাদ এলাকার মৃতঃ দুলাল মিয়ার ছেলে মোঃ শাহাদাত ওরফে সাগর (১৮), মুন্সিগঞ্জের টুঙ্গীবাড়ি থানার হেযারপাড় এলাকার মোঃ শহীদ শেখের ছেলে মোঃ খোরশেদ আলম হিরু মিয়া (৩৯)।
এর আগে বৃহস্পতিবার উপজেলার মেঘনা টোল প্লাজা এলাকা থেকে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারীর নির্দেশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আল ইসলাম ও সঙ্গীয় ফোর্স তাদের আটক করে।
পুলিশের এসআই আল ইসলাম বলেন, উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাঢ়িয়ারচর মেঘনা টোল প্লাজার সামনে বাস থেকে গোপন সংবাদের ভিত্তিতে দুই মাদক ব্যবসায়িকে আটক করি,এসময় তাদের তল্লাশী করে দুইটি ব্যাগে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয় । তিনি বলেন,প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানতে পেরেছি তারা দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য গাঁজা ক্রয় বিক্রয় করছিলো। তারা সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য গাঁজা এনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে।
এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ বারী জানান, আকটকৃত মাদক কারবারিদেরকে মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।তবে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন