সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-৩ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪

সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-৩


মোঃ নুর নবী জনিঃ
-নারায়ণগঞ্জ সোনারগাঁয়ে থানা পুলিশের অভিযানে সারে ১২ কেজি গাঁজা ও ১২শত পিছ ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়িকে আটক করা হয়েছে। 


বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। 


এর আগে বৃহস্পতিবার ভোরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষারিয়ারচর মেঘনা টোল প্লাজা এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।


আটককৃত মাদক ব্যবসায়ী সাহেদুল ইসলাম জসিম(৫৫) চট্টগ্রাম জেলার বায়োজিত বোস্তামি থানার  ওয়াজদিয়া এলাকার মৃত রফিক আহমেদের ছেলে অপর মাদক ব্যবসায়ী শাহ আলম (৬২) রাজধানীর মতিঝিল থানার কমলাপুর এলাকার(ভাসমান) মৃত হাতেম আলীর ছেলে এবং শাকিব পাটোয়ারী (২৪) শরীয়তপুর জেলার নড়িয়া থানার সুভ্র গ্রামের আক্কাস পাটোয়ারীর ছেলে।  


পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পুলিশ চেকপোষ্টে নিয়মিত মাদকদ্রব্য উদ্ধারের জন্য গাড়ী-যানবাহন তল্লাসী চলছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করে।এ সময় তাদের তল্লাশী করে সারে ১২কেজি গাঁজা,১২০০শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। প্রাথমিক তদন্তে ও জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছি, তারা পেশাদার মাদক ব্যবসায়ী। সীমান্তবর্তী এলাকা থেকে বিক্রয়ের জন্য ঢাকায় নিয়ে যাচ্ছিলো। 


এ বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এম এ বারী বলেন, মাদক আইনে প্রত্যেকের নামে আলাদা ভাবে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭