মোঃ নুর নবী জনিঃ-নারায়ণগঞ্জের সকল থানার নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী মাঠে নেমেছে। এলাকায় ডাকাতি, চাঁদাবাজি বা যে কোনো ধরনের নাশকতা রোধে সেনাবাহিনীর পক্ষ থেকে জেলার প্রতিটি থানায় সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার দেয়া হয়েছে।
রূপগঞ্জ, আড়াইহাজার ও সোনারগাঁ থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমের নতুন নাম্বার ০১৭৬৯-০৯০৫৫১ এবং বন্দর, সদর, ফতুল্লা থানা এলাকার জন্য সেনাবাহিনী কন্ট্রোল রুমে ০১৭৩২-০৫১৮৫৮ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুরে আযম মিয়া জানান, সেনাবাহিনী থানার নিরাপত্তা দেয়ায় এলাকার মানুষের মধ্যেও স্বস্তি ফিরে এসেছে।
এদিকে পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জানানো হয়েছে, শনিবার (১০ আগস্ট) বিকাল ৩টা পর্যন্ত সারাদেশের সর্বমোট ৬৩৯টি থানার মধ্যে ৫৩৮টি থানার কার্যক্রম শুরু হয়েছে। মেট্রোপলিটনের ১১০টি থানার মধ্যে ৮৪টি এবং জেলা পর্যায়ের ৫২৯টি থানার মধ্যে ৪৫৪টি থানার কার্যক্রম শুরু হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন