নারায়ণগঞ্জ প্রতিনিধি: বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার মন্ডপ পরিদর্শন করলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দেলোয়ার হোসেন প্রধান।
রোববার (২২ অক্টোবর) বিকাল থেকে রাত্র পর্যন্ত কলাগাছিয়া ইউনিয়নের সাবদী, দিঘলদী, জিওধরা ঋষিপাড়া ও শুভকরদী জাহাঙ্গীরনগর এলাকায় এ পূজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় পূজা মন্ডপে কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ দেলোয়ার হোসেন প্রধানকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন হিন্দু নেতারা এবং সকলের সঙ্গে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় উপস্থিত ছিলেন কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬নং ওয়ার্ডের মহিলা মেম্বার বিউটি বেগম, দিগলদী শ্রী শ্রী রক্ষা কালি মন্দিরের সভাপতি বিদু হাওলাদার, আমানউল্লাহ, নরেশ বাবও, শুনিল হাওলাদার, জয়দেব, সুকমল, হৃদয় দাস, পলয় হাওলাদার সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন