পদ্মা সেতুর উদ্বোধন মানে সমস্ত অপশক্তির বিরুদ্ধে জাতির পিতার কন্যার জয়-শামীম ওসমান
আজকের সংবাদ ডেস্কঃ-আগামী শনিবার পদ্মা সেতু উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষ্যে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় জেলা প্রশাসনের উদ্যোগে পদ্মা সেতু লোগো বেষ্টিত টি-শার্ট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২১ জুন) বেলা সাড়ে ১১ টায় শহরের চাষাঢ়া মোড়ে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকলের মাঝে এ টি-শার্ট বিতরণ করেন।
এসময় সংসদ সদস্য শামীম ওসমান বলেন, পদ্মা সেতুর যে উদ্বোধন মানে সমস্ত অপশক্তির বিরুদ্ধে জাতির পিতার কন্যা শেখ হাসিনার জয়লাভ। নিজের টাকা দিয়ে বাংলাদেশের সুনাম অক্ষুণ্ন করেছেন সারা পৃথিবীর কাছে প্রমাণ করেছেন বাংলাদেশ কারও পায়ের উপর ভর করে দাঁড়ায় নাই। বাংলাদেশ নিজের পায়ের উপর ভর করে দাঁড়িয়েছে। এজন্য জাতির পিতার কন্যা শেখ হাসিনার জন্য আমরা দোয়া চাই। তার নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ যেন এগিয়ে যায় সেই দোয়া কামনা করেন তিনি।
এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোসাম্মৎ রহিমা খাতুন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এইচ এম সালাউদ্দিন মঞ্জু সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন