ডিবি পুলিশের অভিযানে গাঁজা ও ফেন্সিডিলসহ গ্রেফতার-২
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দলের বিশেষ অভিযানে শনিবার(১৪ই মে) সোনারগাঁ থানার কাশিপুর মাদ্রাসা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ-সোনারগাঁ থানার কাঁচপুর চেংগাইন খালপাড় এলাকার সিরাজ মিয়ার ছেলে জহিরুল ইসলাম(২৬) ও কাশিপুর এলাকার বাহাউদ্দীনের ছেলে রনি হাসান(৩০)।
এসময় তাদের কাছ থেকে ১০ কেজি গাজা, ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
এঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মোঃ তরিকুল ইসলাম এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি চৌকস দল ঘটনায় জড়িত অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে চেষ্টা অব্যহত রেখেছেন।
এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মাদক মামলা রুজু করে গ্রেফতারকৃত আসামীদের নারায়ণগঞ্জ জেলা বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন