সোনারগাঁয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ৩ জানুয়ারী, ২০২২

সোনারগাঁয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ


সোনারগাঁয়ে নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথ গ্রহণ


মোঃনুর নবী জনিঃ- নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ৮ ইউপি পরিষেদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ গ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 


গতকাল সোমবার সকালে জেলা পরিষদ সভাকক্ষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ তাদের শপথ বাক্য পাঠ করান। 


নবনির্বাচিত চেয়ারম্যানরা হলেন,পিরোজপুর ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউপি চেয়ারম্যান মোশারফ ওমর,সনমান্দি ইউপি চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ,শম্ভুপুরা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ,সাদিপুর ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা,জামপুর ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির,নোয়াগাঁও ইউপি চেয়ারম্যান সামসুল আলম ও বারদী ইউপি চেয়ারম্যান লায়ন বাবুল।


শপথ বাক্য পাঠ শেষে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ নব নির্বাচিত চেয়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, আজকে যারা এখানে শপথ বাক্য পাঠ করেছেন তারা সবাই এখন থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কর্মকর্তা। এখন থেকে যিনি যে ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হয়েছেন সেই ইউনিয়নের সকল দ্বায়িত্ব আপনার নিজের।


ইউনিয়নের প্রতিটি মানুষের সুখ-দুঃখ, উন্নয়ন করা সবকিছুই আপনাদের করতে হবে। নির্বাচনের পূর্বে কে কি করেছে সেটা দেখার দরকার নেই, আপনাকে মনে করতে হবে ইউনিয়ন বাসী আপনাকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করেছে। 


তিনি আরো বলেন, সরকারের যত প্রকল্প রয়েছে সেগুলো যেন সাধারণ মানুষের কাছে পৌছায় সেভাবে কাজ করতে হবে। এমন কোন কাজ করা যাবেনা যার ফলে সরকারের ভাবমূর্তি নষ্ট হয়।


তাহলেই একটি সুন্দর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব। প্রতিটি ইউনিয়ন যদি সুন্দর হয় তাহলেই একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলা সম্ভব। জেলা প্রশাসন সবসময় আপনাদের পাশে আছে এবং থাকবে।


আপনি মনে রাখবেন আপনি কোন দলের চেয়ারম্যান নয়, আপনি আপনার ইউনিয়নের সকলের চেয়ারম্যান। সরকার বিরোধী কর্মকান্ড থেকে আপনাকে বিরত থাকতে হবে এবং সরকারী বিরোধী কর্মকান্ডে কাউকে উৎসাহিত করবেন না।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭