আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁয়ে আগামী ১৩দিন বৈধ অস্ত্র বহন করা নিষেধাজ্ঞা আরোপ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ১৯ নভেম্বর, ২০২১

আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে সোনারগাঁয়ে আগামী ১৩দিন বৈধ অস্ত্র বহন করা নিষেধাজ্ঞা আরোপ



আজকের সংবাদ ডেস্কঃ -আগামী ২৮শে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়নে আগামী ১৩ দিন বৈধ অস্ত্র বহন,অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাচল করাতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট।


গত বৃহস্পতিবার এ আদেশ দেন নারায়ণগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট মোস্তাইন বিল্লাহ। আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।


আদেশে বলা হয়,নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক অধিশাখার পরিপত্র ও অস্ত্র আইনের ক্ষমতাবলে জনস্বার্থে আগামী ২১শে নভেম্বর থেকে ৩রা ডিসেম্বর সোনারগাঁয়ের ৮টি ইউনিয়নে বৈধ অস্ত্র বহন,অস্ত্র প্রদর্শন এবং অস্ত্রসহ চলাচল করাতে নিষেধাজ্ঞা আরোপ করা হলো। তবে এ আদেশ সরকারি কর্মকর্তা,আইনশৃঙ্খলা রক্ষার সম্পৃক্ত সকল বাহিনীর সদস্য,বিভিন্ন সরকারি,আধা সরকারি এবং বেসরকারি বিভিন্ন দপ্তর,আর্থিক ও অন্যান্য প্রতিষ্ঠান এবং স্থাপনাসমূহে নিয়োজিত নিরাপত্তা প্রহরীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭