সোনারগাঁয়ে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

সোমবার, ১১ অক্টোবর, ২০২১

সোনারগাঁয়ে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ



আজকের সংবাদ ডেস্কঃ বাংলাদেশ জাতীয় সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে সোনারগাঁ উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গতকাল বেলা ১১ টায় উপজেলা হলরুমে অনগ্রর জনগোষ্ঠীর শিক্ষার্থীদের ও স্বেচ্ছাসেবক সংগঠনের মাঝে চেক বিতরণ করা হয়েছে।


এসময় ১৫টি স্বেচ্ছাসেবক সংগঠন ও অনগ্রসর জনগোষ্ঠীর ২৯ জনকে শিক্ষার্থীকে সাড়ে ৭ লাখ টাকার চেক বিতরণ করেন সোনারগাঁও উপজেলা সহকারী কমিশনার ভুমি গোলাম মুস্তফা মুন্না। 


এ সময় সহকারী কমিশনার ভুমি গোলাম মুস্তফা মুন্না বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। বছরের প্রথমদিন বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ, নারীদের বিনা বেতনে দ্বাদশ শ্রেণী পর্যন্ত অধ্যয়নের সুযোগ, মেধাবীদের বৃত্তি প্রদান ইত্যদি নানা উদ্যোগে দেশের শিক্ষাখাতের অর্জন আজ সর্বত্র প্রশংংসিত।


তিনি আরো বলেন,সোনারগাঁও জনগোষ্ঠীর জনগণের সমস্যাসমূহ সমাধানের চেষ্টা করেছে যার ফলাফল আজ দৃশ্যমান। এ প্রচেষ্টা অব্যহত থাকবে।


শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, এ উপবৃত্তির মাধ্যমে এটা প্রমাণিত যে সরকার তোমাদের সাথে আছে। তবে সকল উদ্যোগ তখনই সফল হবে যখন তোমরা সফল হবে। প্রতিষ্ঠা লাভ করে একজন সুনাগরিক হিসেবে দেশের কাজে আসবে। 


সোনারগাঁ উপজেলা সমাজসেবা কর্মকর্তা উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাকিবা সুলতান সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,পৌরসভার মহিলা কাউন্সিলর জায়েদা আক্তার মনি,উপজেলা মানবাধিকার কর্মী জাহানারা আক্তার,আলেয়া আক্তারসহ বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থার নেতাকর্মীরা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭