আজকের সংবাদ ডেক্সঃ- সোনারগাঁয়ে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় অসহায়দের মধ্যে সোনালী ব্যাংক সোনারগাঁ শাখার আয়োজনে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে ।
সোমবার(২০ সেপ্টেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ২৫জন অসহায় পরিবারের মাঝে নগদ দুই হাজার টাকা করে প্রদান করা হয়।
সোনালী ব্যাংক সোনারগাঁ শাখার ম্যানেজার মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আতিকুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংকের প্রিন্সিপাল অফিস ও নারায়ণগঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল,সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-আহবায়ক ও পিরোজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম,সাদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রশিদ মোল্লা প্রমূখ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন