চেয়ারম্যান পদপ্রার্থী সোহাগ রনির উদ্যোগে ঐতিহাসিক কাঁচারি মাঠ ও বড়নগর পোষ্ট অফিস সংস্কার
সোনারগাঁ উপজেলা প্রতিনিধিঃ- নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী শাহ্ মো: সোহাগ রনি তার নিজস্ব অর্থায়নে সোনারগাঁ উপজেলার মোগরাপাড়া এলাকার ঐতিহাসিক কাঁচারি মাঠ ও বড়নগর পোষ্ট অফিসটি সংস্কার করেছেন।
রোববার সকালে সোহাগ রনি নিজে উপস্থিত থেকে এ সংস্কার কাজ ও বৃক্ষ রোপণ শুভ উদ্ধোধন করেন।
প্রায় ১ লাখ ৭৭ হাজার টাকা ব্যায়ে মাঠ ও পোষ্ট অফিসটির সংস্কার কাজ সম্পন্ন করা হয়। সৌন্দর্য বর্ধনের জন্য পোষ্ট অফিসের সামনে লাগানো হয়েছে বিভিন্ন ফুলের গাছ।
এসময় সোহাগ রনি বলেন,আমি ১৫ আগস্টে একটি অনুষ্ঠানে কাঁচারি মাঠে আসলে দেখতে পাই মাঠে পানি জমে আছে ও পোষ্ট অফিসের উপরে টিন গুলো ছিদ্র হয়ে আছে, তখন কর্তৃপক্ষ আমাকে বিষয়টি অবহিত করেন। তখন তারা আমাকে অফিসটির সংস্কার করে দেয়ার জন্য বলেন এসময় আমি তাদেরকে জনপ্রতিনিধিদের কাছে যেতে বলি, তারা যদি সংস্কার না করে দেয়, তখন আমি আমার নিজস্ব অর্থায়নে কাজটি করে দিব বলে কথা দেই। তিনি বলেন ১লাখ ৭৭ হাজার টাকা ব্যায়ে ঐতিহাসিক মোগরাপাড়া কাঁচারি মাঠ ও বড়নগর পোষ্ট অফিসের কাজ সম্পর্ন করা হয়েছে। পোষ্ট অফিসের সংস্কার করতে পেরে আমি নিজেকে নিজে ধন্য মনে করছি,ইনশাআল্লাহ আগামীতে আরোও উন্নয়ন মুলক কাজ করার আশ্বাস দেন তিনি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন