র্যাব-১১ এর পৃথক অভিযানে ৪ চাঁদাবাজ ও এক ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার
আজকের সংবাদ ডেক্সঃ- র্যাব-১১ এর পৃথক অভিযানে নারায়ণগঞ্জের বন্দর ও রূপগঞ্জ থেকে ৪ চাঁদাবাজ ও ওয়ারেন্টভূক্ত পলাতক আসামী গ্রেফতার।
সোমবার( ৩০ আগস্ট) সন্ধ্যায় জেলার বন্দর থানাট ফরাজীকান্দা এলাকায় পরিবহনে চাঁদাবাজি কালে ২ জন চাঁদাবাজ ও রূপগঞ্জ থানার হাটিপাড়া এলাকায় চাঁদাবাজি কালে ২ জন চাঁদাবাজ’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলোঃ-নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার বেপারীপাড়া এলাকার লাল বাদশাহ এর ছেলে মোঃ ফয়সাল (৩০) একই এলাকার নিজাম উদ্দিনের ছেলে মোঃ আরিফ (৪০),রূপগঞ্জ থানার তারাব হাটিপাড়া এলাকার মৃত মোশারফ হোসেন এর ছেলে মোঃ রাসেল (৩৭) ও মোঃ নুর আলম একই এলাকার মৃত রজন আলীর ছেলে।
এ সময় তাদের দখল হতে চাঁদাবাজির নগদ ৪,৩৫০/- টাকা উদ্ধার করা হয়।
এছারাও রাতে র্যাব-১১র অপর একটি আভিযানে রূপগঞ্জ থানাট উত্তর রূপসী এলাকা হতে সিআর মামলার ওয়ারেন্টভূক্ত পলাতাক আসামী ইয়াকুব ভূঁইয়া (৩৫),কে গ্রেফতার করা হয়। পলাতাক আসামী ইয়াকুব রূপগঞ্জ থানার উত্তর রূপসী গ্রামের মৃত নোয়াব ভূঁইয়ার ছেলে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার বন্দর ও রূপগঞ্জ থানায় সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন