রূপগঞ্জ তারাবো পৌরসভা কান্দাপাড়ায় পানির পাম্প উদ্বোধন
মোঃ মোয়াশেল ভূঁইয়া
রূপগঞ্জে তারাব পৌরসভার জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে মাসাব কান্দাপাড়ায় হাই পাওয়ার পানির পাম্প ষ্টেশনের উদ্বোধন করেছেন স্থানীয় সংসদ সদস্য , বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক।
শুক্রবার (২৭ আগস্ট) বিকালে মন্ত্রী এ পাম্প উদ্বোধন করেন। এসময় তারাব পৌরসভার মেয়র হাছিনা গাজী উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, পৌরসভার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে মেয়র হাছিনা গাজী এবং বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীকের চেষ্টায় পানির পাম্প স্টেশন উদ্বোধন হয়েছে। এতে জনগনের অনেক কষ্ট দূর হবে বলে জানিয়েছে স্থানীয়রা । মন্ত্রী এবং মেয়রকে তারা ধন্যবাদ জানিয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন