মাদক-কিশোর গ্যাং ছড়িয়ে পড়া রোধে কাজ করছি: এসপি - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ১৮ আগস্ট, ২০২১

মাদক-কিশোর গ্যাং ছড়িয়ে পড়া রোধে কাজ করছি: এসপি


মাদক-কিশোর গ্যাং ছড়িয়ে পড়া রোধে কাজ করছি: এসপি


মোঃ মোয়াশেল ভূঁইয়া:--নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার জায়েদুল আলম বলেছেন, ‘মাদক ও কিশোর গ্যাং সমাজে ভাইরাসের মত ছড়িয়ে যেন না পড়তে পারে সেজন্য ক্রমাগত কাজ করে যাচ্ছি। এগুলো সমূলে উৎপাটন করতে সমাজের স্তরে স্তরে প্রতিরোধে সংগঠিত হতে হবে। এ জন্য পুলিশ আপনাদের পাশে ছিল, রয়েছে ও থাকবে। ভুল ক্রটি থাকলে খোলামেলা আলোচনা করে আমাদেরকে জানাবেন। আমরা স্বচ্ছতা নিয়ে শুদ্ধতার সাথে কাজ করতে চাই।’


বুধবার (১৮ আগস্ট) বিকেলে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় এসপি কার্যালয় সংলগ্ন মাদকের আখড়া বলে পরিচিত চাঁদমারী বস্তি উচ্ছেদ করায় এসপিকে শুভেচ্ছা জানান বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।


এই সময় এসপি মাদক ব্যবসায়ী ও নেশাগ্রস্তদের বাসা ভাড়া না দেওয়ার অনুরোধ জানান। তিনি বলেন, ‘এখন সবচেয়ে বড় সমস্যা কিশোর গ্যাং ও মাদক। শতভাগ চেষ্টা করবো তা নির্মূলে। কিন্তু এ জন্য প্রতিটি এলাকায় পাড়া মহল্লায় কমিটি কিশোর গ্যাং ও মাদক বিরোধী কমিটি গঠন করে কাজ শুরু করবো। আপনাদের এতে ভূমিকা পালন করতে হবে। একটু সাহস নিয়ে এগিয়ে আসুন। দেখবেন অপরাধীরা পালিয়ে গেছে।’


তিনি আরও বলেন, আমি যদি নিজে সমাজ থেকে মাদক ও কিশোর গ্যাং নির্মূলে কঠোর না হই; আমার ছেলে মেয়েও তা থেকে নিরাপদ থাকবে না। এ জন্য আমাদের নিজেদের রক্ষায় নিজেরাই সচেতন হতে হবে। এখন একটি সমস্যা ভালো ছেলেরা আগে একটি ভদ্র কাট দিয়ে চুল কাটতো। কিন্তু এখন এমন এক বখাটে চুলের স্টাইল এসেছে যে নিন্ম শ্রেণি থেকে শুরু ভদ্রলোকের ছেলেরা একটি স্টাইলে বখাটেদের মত চুল কাটছে। এতে কে যে বখাটে তা নির্ণয় করতে সমস্যা হচ্ছে।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭