বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে কাঁচপুর হাইওয়ে পুলিশের শ্রদ্ধা,মিলাদ ও দোয়া
আজকের সংবাদ ডেস্কঃ-সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্ট তাঁর সাথে নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়ে শাহাদত বরণকারী তাঁর পরিবারের অন্যান্য সদস্যসহ সকল শহিদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন মিলাদ ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কাঁচপুর হাইওয়ে থানা পুলিশ পালন করেছে জাতীয় শোক দিবস ২০২১।
রোববার (১৫ আগস্ট) সূর্যোদয়ের সাথে সাথে কাঁচপুর হাইওয়ে থানায় জাতীয় পতাকা অর্ধনমিত করা হয় এবং জাতীয় শোক দিবসের মাহাত্ম্য তুলে ধরে বাণী ও জাতির পিতার ছবিসহ থানায় ব্যানার ও ফেস্টুন টাঙানো হয়। শুরুতেই সোনারগাঁ লোকশিল্প জাদুঘর এলাকায় স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ও উপজেলায় অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বিকেলে জাতির পিতা ও তাঁর পরিবারের সকল সদস্যের জন্য কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান মনির এর উদ্যোগে বিশেষ দোয়া পরিচালনা করা হয়।
এ সময় স্বাস্থ্যবিধি মেনে গাজীপুর হাইওয়ে রিজিয়নের এ.এসপি অমৃত সুত্রধর,কাঁচপুর হাইওয়ের থানার ওসি মোঃ মনিরুজ্জামান,টিআই কেএম মেহেদী হাসান,এসআই বেনুভূষন দাস,সার্জেন্ট মোঃ দুলাল আহমেদ সহ অন্যান্য ফোর্স উপস্থিত ছিলেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন