বৃষ্টি উপেক্ষা করে সোনারগাঁয়ে লকডাউনের দ্বিতীয় দিনে তৎপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী... - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

শুক্রবার, ২ জুলাই, ২০২১

বৃষ্টি উপেক্ষা করে সোনারগাঁয়ে লকডাউনের দ্বিতীয় দিনে তৎপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী...


বৃষ্টি উপেক্ষা করে সোনারগাঁয়ে লকডাউনের দ্বিতীয় দিনে তৎপর প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী...


মোঃ নুর নবী জনিঃ-করোনার সংক্রমণ ঠেকাতে সরকার ঘোষিত এক সপ্তাহের কঠোর লকডাউনের আজ (শুক্রবার) দ্বিতীয় দিন চলছে। লকডাউন বাস্তবায়নে সাপ্তাহিক ছুটির দিনেও বৃষ্টি উপেক্ষা করে সকাল থেকে বিভিন্ন এলাকায় তল্লাশি চৌকিতে কঠোর অবস্থানে দেখা গেছে পুলিশ-সেনাবাহিনী ও উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত দলকে।

দ্বিতীয় দিনের মতো কঠোর লকডাউন বাস্তবায়নে সোনারগাঁ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১২ জনকে ৭৯০০ টাকা অর্থদন্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। 

এসময় পৃথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম ও সহকারী কমিশনার(ভুমি) গোলাম মুস্তফা মুন্না। 

অপর দিকে করোনা ভাইরাস সংক্রমণে সরকারের বিধিনিষেধ মেনে চলা ও সচেতনতার লক্ষে সোনারগাঁ থানা পুলিশ বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে অপ্রয়োজনীয় কাজে যারা বের হয়েছেন তাদের বাড়ীতে ফেরত পাঠিয়েছেন।শুধু মাত্র পন্যবাহী ও শিল্প কারখানা সংশ্লিষ্ট কার জিজ্ঞাসাবাদের মাধ্যমে যাতায়াত করতে দেয়া হচ্ছে। 

এসময় উপজেলা প্রশাসনের পক্ষ হতে করোনা ভাইরাস সংক্রমণে সরকারের বিধিনিষেধ মেনে চলা ও সচেতনতা মূলক পরার্মশ এবং মাক্স ব্যবহার করে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া ও সবাইকে ঘরে থেকে অপ্রয়োজনীয় ভাবে বের না হওয়ার জন্য মাইকিং করা হয়। 


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭