সোনারগাঁয়ে যথাযথ মর্যাদায় ঈদুল ফিতর পালিত
আজকের সংবাদ ডেস্কঃ সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও যথাযথ ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে ঈদ-উল ফিতর উদযাপিত হয়েছে।
করোনার মহামারীর কারনে সরকারী নির্দেশনা মোতাবেক ঈদগাহের পরিবর্তে মসজিদে পবিত্র ঈদ- উল ফিতরের নামাজ আদায় করেছে ধর্ম-প্রাণ মুসল্লীরা। সোনারগাঁ উপজেলা ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে আটটায় পবিত্র ঈদ-উল ফিতরের নামাজ শুরু হয়। ঈদের জামাতে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা,উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম,সহকারী কমিশনার গোলাম মুস্তফা মুন্না,এড. ফজলে রাব্বি, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি- পেশার বিপুলসংখ্যক মানুষ।
ঈদের জামাত শেষে মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। পরে এমপি খোকা ও উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম সকল শ্রেণির মানুষের সাথে কোলাকুলি ও কুশল বিনিময় করেন। ঈদের জামাত উপলক্ষে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয় কেন্দ্রীয় ঈদগাহ ও আশপাশের এলাকায়। মোতায়েন করা হয় আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। এছাড়াও বিভিন্ন স্থানে শান্তিপূর্ণভাবে পবিত্র ঈদ-উল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন