করোনায় ভাসমান কর্মহীন পরিবারে মাঝে খাদ্য সামগ্রী নিয়ে ইউএনও রুহুল আমিন রিমন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

মঙ্গলবার, ২০ এপ্রিল, ২০২১

করোনায় ভাসমান কর্মহীন পরিবারে মাঝে খাদ্য সামগ্রী নিয়ে ইউএনও রুহুল আমিন রিমন


করোনায় ভাসমান কর্মহীন পরিবারে মাঝে খাদ্য সামগ্রী নিয়ে ইউএনও রুহুল আমিন রিমন


আজকের সংবাদ ডেক্সঃ মানিকগঞ্জের শিবালয়ে করোনায় লকডাউনে কর্মহীন ভাসমান পরিবার মাঝে নিজ হাতে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বিএম রুহুল আমিন রিমন।  


সোমবার(১৯শে এপ্রিল) দুপুরে উপজেলার উথুলীর ইছামতি নদীর পাশে ভাসমান প্রায় দশটি বেঁদে সম্প্রদায়ের পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত খাদ্য সহায়তা পৌঁছে দেন তিনি। 


এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে ঘুরে অর্ধশতাধিক দুস্থ অসহায় পরিবারগুলোর মাঝে এ খাদ্য সহায়তা তুলে দেওয়া হয়। খাদ্য সামগ্রীর মধ্যে দশ কেজি চাল,এক লিটার তেল,ডাল,নুডুলস,চিড়াসহ শুকনো খাবারের সম্বলিত একটি প্যাকেট তুলে দেওয়া হয়।

ইউএনও বিএম রুহুল আমিন রিমন বলেন,করোনা ভাইরাসের ২য় ঢেউয়ের কারনে সারা দেশে সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে। এ কারনে খেটে খাওয়া অসহায় দুস্থ মানুষ কর্মহীন হয়ে পরেছে।  এসব লোকদের মাঝে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দকৃত খাদ্য সহায়তা উপজেলার বিভিন্ন এলাকায় বিতরণ করা হচ্ছে। কারো খাদ্য নিয়ে চিন্তার কিছু নেই।এদিকে রমজানের শুরু থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দুস্থদের মাঝে ইফতারি সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে তিনি জানান। 


কয়েকজন সুবিধা ভোগী জানান, বর্তমান সময়ে করোনার কারনে দেশে লকডাউন চলছে। একারনে আমরা বাহিরে কাজ করতে পারছি না। এসময় স্যারে আমাগো বাড়ি এসে খাদ্য  পৌঁছে দিল। এর জন্য আমাগো অনেক উপকার হইলো।


খাদ্য সামগ্রী বিতরণ কালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন,শিবালয় উপজেলার সহকারী কমিশনার ( ভুমি) আবু দারদা, উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা( পিআইও) সুদেব রায় প্রমুখ। 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭