উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুর মৃত্যুতে ইঞ্জিঃ সফিকুল ইসলামের শোক
আজকের সংবাদ ডেক্সঃ নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুমের ছোট ভাই সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান বাবুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তজাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম।
শনিবার(৯ই জানুয়ারী) দুপুরে ঢাকার একটি হাসপাতালে খাদ্য বিষক্রিয়ার কারনে তিনি শেষ নি:শ্বাস ত্যাগ করেন।(ইন্না-লিল্লাহি ওইন্না-ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও ২সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
আজ শনিবার এশার নামাজের পর প্রতাপনগর ইদগাহ মাঠে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে।
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় উপকমিটির আন্তজাতিক বিষয়ক সদস্য ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম এক বিবৃতিতে বলেন, মরহুম জাহিদ হাসান বাবু একজন ছাত্রলীগের তুখোর নেতা, ধর্মপ্রাণ ও শান্তিপ্রিয় মানুষ ছিলেন। আমরা মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করে পরিবারকে ধৈর্য্য ধারণ করার জন্য আল্লাহ পাকের রহমত কামনা করছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন