ঐতিহ্যবাহী কাইকারটেক হাটে পশু ক্রয় বিক্রয় হবে শনি,রবি ও সোমবার তিনদিন - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২০

ঐতিহ্যবাহী কাইকারটেক হাটে পশু ক্রয় বিক্রয় হবে শনি,রবি ও সোমবার তিনদিন


ঐতিহ্যবাহী কাইকারটেক হাটে পশু ক্রয় বিক্রয় হবে শনি,রবি ও সোমবার তিনদিন





তায়িন আহম্মেদ রাতুলঃ প্রতিবছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মোগড়াপাড়া ইউনিয়নের ঐতিহ্যবাহী কাইকারটেক হাটে সর্বোচ্চসংখ্যক কুরবানীর পশু ক্রয় বিক্রয় হবে বলে ক্রেতা-বিক্রেতারা মনে করছেন।





এবছর স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রেখে আগামী ২৫,২৬ ও ২৭ জুলাই(শনিবার রোববার ও সোমবার) এই তিন দিন হাটে ছোট বড় সকল মাপের গরু,ছাগল,মহিষ, উট ও ভেড়াসহ অন্যান্য কুরবানির পশু বিক্রি করা হবে।





জানা যায় কাইকারটেক হাটের বড় বৈশিষ্ট্য হলো এখানে হাসলির পরিমান খুবই কম এছাড়াও এ হাটে আগত ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তা ও থাকা খাওয়ার সু-ব্যবস্থার পাশাপাশি বর্ষা মৌসুম হওয়ায় তেলপারের টাঙ্গানো হয়েছে বৃষ্টিতে কুরবানীর পশুর যেনো কোন ক্ষতিনা হয়।





তাছাড়া কুরবানীর পশুর চিকিৎসার জন্য চিকিৎসকদের একটি টিম হাটে অবস্থান করবে, জেনারেটরেরও ব্যবস্থা রয়েছে,অন্যান্য পশুর হাটগুলোতে এ ধরনের ব্যবস্থা না থাকায় দূর-দূরান্ত থেকে অধিকাংশ পাইকাররা গরু ছাগল মহিষ ভেড়া ও উটসহ অন্যান্য কোরবানীর পশু নিয়ে আসেন। এর ফলে ক্রেতারা খুব সহজেই দরদাম করে পছন্দমতো কুরবানীর পশু কিনতে পারেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭