সোনারগাঁয়ে গ্রাম পুলিশের মাঝে পোশাক ও পণ্য বিতরণ - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০

সোনারগাঁয়ে গ্রাম পুলিশের মাঝে পোশাক ও পণ্য বিতরণ


সোনারগাঁয়ে গ্রাম পুলিশের মাঝে পোশাক ও পণ্য বিতরণ





উপজেলা প্রশাসন আয়োজিত ইউনিয়ন পরিষদ কর্মচারীদের (গ্রাম পুলিশ) ২০১৯-২০২০ অর্থবছরে পোশাক ও পণ্য বিতরণ করা হয়েছে।





বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলা পরিষদ অডিটোরিয়াম  ১০টি ইউনিয়নে ও ১টি পৌরসভায় মোট ৯২ জন পুরুষ ও  নারী দফাদার ও মহল্লাদারদের জন্য বরাদ্দকৃত  পোষাক ও পণ্য বিতরণ করা হয়। 





নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে এসব পোষাক ও পণ্য বিতরণ করেন।





এসময় আরও  উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোশাররফ হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল ইসলাম,উপজেলা সহকারী কমিশনার(ভূমি)আল মামুন।
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন স্থানীয় চেয়ারম্যান মেম্বার ও গ্রাম পুলিশের সদস্যরা।





পোশাক ও পণ্য বিতরণ মধ্যে পুরুষদের জন্য--খাকি রং এর ফুলপ্যান্ট- ২টি, নীল রঙের ফুলহাতা শার্ট ১টি,  নীল রঙের হাফহাতা শার্ট ১টি,  কাপড়ের জুতা ১ জোড়া,  চামড়ার জুতা ১ জোড়া, উন্নতমানের বেল্ট ১টি, টর্চলাইট ১টি,  ছাতা ১টি, রেইনকোট ১টি ও  বেতের লাঠি ১টি।
এছাড়াও মহিলাদের জন্য শাড়ি পেটিকোট ফুলহাতা ব্লাউজসহ ২ সেট,  কাপড়ের জুতা ১ জোড়া,  চামড়ার জুতা ১ জোড়া, উন্নতমানের বেল্ট ১টি, টর্চলাইট ১টি,  ছাতা ১টি, রেইনকোট ১টি ও বেতের লাঠি ১টি।





এ সময় নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ জসিম উদ্দিন স্থানীয় বাজারসমূহে স্বাস্থ্যবিধি প্রতিপালন ও নির্ধারিত সময়ের পর যাতে কেউ দোকান খোলা না রাখে এ বিষয়ে নজরদারি জোরদার করতে গ্রাম পুলিশদের নির্দেশ দেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭