সোনারগাঁয়ে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে বিএনপি’র খাদ্য-সহায়তা
আজকেরসংবাদ ডেস্কঃ নারায়াণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পৌর বিএনপি’র উদ্যোগে জিয়াউর রহমানের ৩৯ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়ার মধ্যদিয়ে ৫ শতাধিক অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
১ জুন সোমবার সকালে বিএনপি’র নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আজহারুল ইসলাম মান্নানের নিজস্ব অর্থায়নে শাহাপুর মসজিদ মাঠে করোনা প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া অসহায়দের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।এ সময় উপজেলা পৌর বিএনপি’র আহবায়ক শাহজাহান মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি ছিলেন,সোনারগাঁ পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক কাউন্সিলর মোতালেব হোসেন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান ও জেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক জসিম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক নাসির উদ্দিন, সোনারগাঁ পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মাসুম মোল্লা, পৌর বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য আবু সাঈদ, বাসেদ মিয়া, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট সাদ্দাম, সিনিয়র যুগ্ম আহবায়ক মফিজুল ইসলাম সোহেল, মনিরুজ্জামান মন্টু, সোনারগাঁ পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ ফারুক হোসেন, সোনারগাঁ পৌর শ্রমিক দল সভাপতি আবুল হোসেন, পৌর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ হান্নান, বিএনপি নেতা মোঃ জামান, সাদিকুর রহমান সেন্টু,শ্রমিক দলের নেতা মোহাম্মদ মাহবুব, আমজাদ হোসেন,পৌর ছাত্রদল নেতা মোহাম্মদ মুসা ও অমিত হাসান-সহ বিএনপি’র অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন