ঢাকা-চট্টগ্রাম,ঢাকা-সিলেট ও ঢাকা-নারায়ণগঞ্জ রোডে ৭ ঘণ্টা পর যান চলাচল শুরু - আজকের সংবাদ

সদ্য পাওয়া

Home Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

Post Top Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭

বুধবার, ২০ নভেম্বর, ২০১৯

ঢাকা-চট্টগ্রাম,ঢাকা-সিলেট ও ঢাকা-নারায়ণগঞ্জ রোডে ৭ ঘণ্টা পর যান চলাচল শুরু


ঢাকা-চট্টগ্রাম,ঢাকা-সিলেট ও ঢাকা-নারায়ণগঞ্জ রোডে ৭ ঘণ্টা পর যান চলাচল শুরু।





আজকের সংবাদ ডেস্কঃ নতুন সড়ক পরিবহন আইন সংশোধনের দাবিতে ডাকা ধর্মঘট নারায়ণগন্জ পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে স্থগিত করা হয়েছে।
এতে করে আবার সচল হয়েছে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট ও ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কের যান চলাচল।
বুধবার(২০নভেম্বর) আন্দোলনরত পরিবহন শ্রমিকরা হুট করে ডাকা ধর্মঘট স্থগিত করেন দুপুর দুইটার দিকে।
এদিকে ধর্মঘটের ফলে ভোগান্তিতে পড়ে জনসাধারণ দূর থেকে আসা চট্টগ্রাম বা সিলেটের যাত্রীরা ঘন্টার পর ঘন্টা বসে থাকতে দেখা যায়, অপর দিকে দেখা যায় সময়মতো অফিসে পৌঁছার জন্য জনসাধারণ পায়ে হেটে ও অতিরিক্ত ভাড়া বহন করে গন্তব্যে যেতে।
জেলা ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসনিম হোসেন জানান, শ্রমিকদের বোঝানোর পর তারা আন্দোলন স্থগিত করেছেন। এলোপাতাড়িভাবে সড়কে ফেলে রাখা গাড়ি নিয়ে তারা সরে গেছেন। এতে যান চলাচল শুরু হয়েছে ঢাকা-চট্টগ্রাম,ঢাকা-সিলেট ও ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়কে।এর আগে নারায়ণগঞ্জের কাঁচপুর, ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বিভিন্নস্থানে পরিবহন শ্রমিকরা অবস্থান নিয়ে সড়কে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। এর মধ্যে নারায়ণগঞ্জের চিটাগাং রোড,কাঁচপুরে দেখা যায়, শ্রমিকরা বিভিন্ন পরিবহনের বাস দিয়ে রাস্তা আটকে যান চলাচল বন্ধ করে রেখেছেন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

Post Bottom Ad

বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৯২৬৮৭০৭২৭