সোনারগাঁয়ে ইউপি চেয়ারম্যান ডাকাতি মামলায় গ্রেফতার।
আজকের সংবাদ ডেস্কঃ সোনারগাঁ বারদী ইউনিয়ন পরিষদ সদস্য ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু ডাকাতি মামলাসহ তিন মামলায় গ্রেফতার।
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়নের পরিষদ এলাকা হইতে রবিবার (২০অক্টোবর)দুপুর ২টায় হাবিবুর রহমান হাবু মেম্বার (৪২) নামে এক ওয়ারেন্ট ভুক্ত আসামিকে আটক করেছে সোনারগাঁ থানা পুলিশ।
বর্তমানে তিনি বারদী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এর মেম্বার ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
এস আই আমিনুল ইসলাম জানান,উপজেলার বারদী ইউনিয়নের পরিষদ এলাকা হইতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার ওসি মোঃ মনিরুজ্জামান মনির স্যার এর নির্দেশে আমি ও এএস আই জাহাঙ্গীর উক্ত ওয়ারেন্ট মামলার আসামিকে আটক করি।
আটক কৃত ব্যাক্তির বিরুদ্ধে ডাকাতি মামলাসহ তিনটি মামলার ওয়ারেন্ট রয়েছে। আটককৃত আসামী হাবিবুর রহমান হাবু বারদী ইউনিয়নের বর্তমান মেম্বার এবং বারদী ইউনিয়নের মান্দার পাড়া গ্রামের মৃত ওয়াদুদ বেপারী ছেলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন